চরভদ্রাসনে ব্যবসায়ীদের নিয়ে ওসির আইনশৃঙ্খলা মিটিং

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজারে রোজার আগে ব্যবসায়ীদের নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সন্ত্রাসীদের ব্যাপারে আলোচনা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চরহাজিগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অফিস কক্ষে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরহাজীগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. কবিরুল আলম। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য দেন, বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী, গোপাল চন্দ্র দাস, জিন্না বেপারী, জানে-আলম মোল্যা, আ. হালিম মন্ডল, মোহাম্মদ প্রামানিক প্রমুখ। 

ওসি রজিউল্লাহ খান বলেন, মাহে রমজানের আর মাত্র কয়েক দিন বাকি আছে, এ সময় এলাকায় চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পায়, সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে এই সময় কোনরকম আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। সবাই এ ব্যাপারে একমত পোষণ করে, কোনভাবেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেয়া হবে না বলে সবাই ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য