ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞতার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি ওয়ার্ডের সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিল। পরে সদরপুর থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে । তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করেছি । এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারিনি।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য