সদরপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

  •  মো. নুরুল ইসলাম সদরপুর থেকে 
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞতার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি ওয়ার্ডের সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিল। পরে সদরপুর থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে । তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মোতালেব হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করেছি । এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারিনি।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য