ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় শহীদ মাতুব্বর পরিবারের সদস্যদের পাশে সাহায্যর হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ালেন মাওলানা মিজানুর রহমান।
মাওলানা মিজানুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের আশীর্বাদ পুষ্ট হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা সদরপুর ও ভদ্রাসন এলাকার বাংলাদেশ খেলাফত মজলিসের চুড়ান্ত প্রার্থী হিসেবে জনগণের সাথে কাজ করছেন।
সেই ধারাবাহিকতায় শনিবার সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তাল কান্দা গ্রামের মৃত জাবেদ আলী মাতুব্বরের ছেলে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার শহীদ মাতুব্বরের বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খিলাফত মজলিস ভাঙ্গার সভাপতি মাওঃ হাফিজুর রহমান,হাফেজ ওয়ালিউল্লাহ্ রহমানিয়া মাদ্রাসা। হাফেজ মোশাররফ হোসেন বালিয়াচারা মাদরাসা। হাফেজ লিয়াকত হুসাইন পিরেরচর তালকান্দা ও মাওলানা জাহিদ তুজারপুর জান্দী।
আগুনে ক্ষতিগ্রস্ত শহীদ মাতুব্বর বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের মত অসহায় পরিবারের কেউ খোঁজ নেয়নি। কিন্তু বাংলাদেশ খিলাফত মজলিস ফরিদপুর-৪ আসনের নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা আজ আমাদের পাশে এসে দাড়িয়েছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন গণমানুষের দল বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতাকর্মীকে।
মন্তব্য