চরভদ্রাসনে সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে চরভদ্রাসন সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধী নিবন্ধন,  আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে পালিত হয় তারুণ্যের উৎসব ২০২৫। 

এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রতিবন্ধীর নিবন্ধন শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে  ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ -পরিচালক এএসএম আলী  আহসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার মনিরা খাতুন। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য