ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নছিমনের চালক সঞ্জয় দরানী (২৪) নামক যুবকের মৃত্যু হয়। সঞ্জয় পার্শবর্তী ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর পুত্র।
সঞ্জয়ের জিতু রানী নামের সন্তান সম্ভবা এক স্ত্রী রয়েছে। নিহত সঞ্জয় রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে চাকুরী করত বলে জানা গেছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় সদরপুর-আটরশি সড়কের প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয়ের বাবা বিনোদ দরানী পুত্রের লাশের ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানায় আবেদন করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত সঞ্জয় ঐ দিন পণ্য ডেলিভারি করে কভার নছিমনযোগে ডিলার বাসুদেব সাহার বাড়ি বাইশরশির দিকে যাওয়ার সময় কালিখোলা মোড়ের আগে প্রশিকা অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হলে নছিমন উলটে গিয়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় অটোযোগে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেব (খোকন) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পিতার ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের একটি আবেদন করেছে। একটি স্ট্যাম্পে নিহতের মা-বাবা, বোন, মামা, নিকট আত্মীয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরে এবং উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্তব্য