ফরিদপুরের সদরপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) বাদ মাগরিব থেকে শুরু হয়ে বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
এ উপলক্ষে দরবার শরীফে দেশ-বিদেশ থেকে আগত অগণিত ভক্ত মুরিদ আশেকান সমবেত হবে বলে জানা গেছে।
দরবারের মুখপাত্র মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, আশেকান-মুরিদানের জন্য থাকা-খাওয়া-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে । নির্বিঘ্নে চলাচলের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইটিং করা হয়েছে।
দূরদূরান্ত থেকে আগত সকল ধরণের গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রাখা ও আইনশৃংখলা রক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে দরবারের নিজস্ব বিশাল আনসার বাহিনীর পাশাপাশি সদরপুর থানার পুলিশ মোতায়েন রাখা হবে।
মন্তব্য