নিক্সন চৌধুরী সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন— এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন— এমন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ছবি ব্যবহার করে ফেস দ্য পিপলের লোগোযুক্ত একটি ফটোকার্ডে বলা হয়েছে, নিক্সন চৌধুরীকে জামায়াত নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল ছবিটি ভুয়া এবং এটি ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি।
এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার উল্লেখ করেছে, যৌথ বাহিনীর হাতে আটক এক ব্যক্তির ছবিতে নিক্সন চৌধুরীর মুখ সংযোজন করে ভুয়া ছবি তৈরি করা হয়েছে। মূল ছবিটি সম্প্রতি কক্সবাজারের সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটকের সময় তোলা হয়েছিল।
পর্যালোচনায় দেখা যায়, আলোচিত ছবিতে পুলিশ ও সেনা সদস্যদের অবস্থান এবং আটক ব্যক্তির পোশাক এহেসান উল্লাহর গ্রেপ্তারের ছবির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। শুধু আটক ব্যক্তির মুখের জায়গায় নিক্সন চৌধুরীর ছবি বসানো হয়েছে।
এছাড়া, ফেস দ্য পিপলের লোগো ব্যবহার করে নিক্সন চৌধুরীর গ্রেপ্তারের দাবি সংবলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, সেটিও ভুয়া। এ বিষয়ে ফেস দ্য পিপল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের তৈরি নয়। মূলধারার গণমাধ্যমগুলোতেও নিক্সন চৌধুরীর গ্রেপ্তারের বিষয়ে কোনো খবর প্রকাশিত হয়নি।
এসব তথ্যের ভিত্তিতে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর এবং সম্পাদিত।
মন্তব্য