‘মুসলমানদেরকে ধর্মান্তরিতকরণ -অপচেষ্টা’- বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

  • নুরুল ইসলাম, ফরিদপুর:
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

জনৈক নুরতাজ ও  এন্ডোস নোভা গং চক্রের দীর্ঘদিন যাবত ধর্মীয় সম্প্রীতি নষ্ট, অপকৌশলে ধর্মান্তিকরণ বন্ধের দাবিতে ‘ফরিদপুরের আলেম সমাজ ও ছাত্র-জনতার’ আয়োজেনে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।

ধুর্তবাজ প্রকৃতির মানুষ; নুরতাজ ও এন্ডোস নোভা গং; কুটকৌশল অবলম্বন করে সাধারণ মুসলমানদেরকে ধর্মান্তরিতকরণ  করার অপচেষ্টা চালিয়ে আসছে। তাদের অপতৎপরতা রুখে দিতে বৃহস্পতিবার  (৩ অক্টোবর) সকাল ১০টায়  ফরিদপুর জেলা শহরের আলীপুর গোরস্থান  জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় নেতৃবৃন্দ ওই ভন্ডদের অপতৎপরতা বন্ধের জন্য ডিসি মহোদয়কে স্মারকলিপি প্রদান করেন। 

হযরত হাফেজ্জী হুজুর (রহ:) এর খলীফা, ফরিদপুরের বর্ষীয়ান আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন  এর সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তরুণ আলেমে দ্বীন মুফতী মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী কামরুজ্জামান, প্রবীন মুহাদ্দিস মাওলানা আবুল হোসাইন (ভাঙ্গার হুজুর), ইসলামী শরীয়াহ রিচার্স সেন্টার এর পরিচালক  বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মাহমুদ হাসান ফায়েক। 

আরও উপস্থিত ছিলেন  ইমাম কল্যাণ ফাউন্ডেশনের  মাওলানা ইসমাইল হোসাইন,  ময়েজ মঞ্জিলের  মাওলানা কবির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী মুফতী আবু নাসির আইয়ুবী সহ  মাওলানা শামসুল হক,  মুফতী মাহবুবুল কবির,  মুফতী মোস্তফা কামাল, মুফতী মাহবুবুর রহমান,  মাওলানা ফজলুর রহমান,  মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ফরিদপুরের সর্বস্তরের আলেম, ইমাম, মাদরাসা-স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি, বিপুল সংখ্যক মুসল্লী ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য