ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক 

হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ 

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৯:০০
  • কপি লিঙ্ক

ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক ইসলাম ও মানবতার নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করা এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থন দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা তৌহিদী  জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

ভাঙ্গা ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন মসজিদ মাদরাসার যুব ওলামাগণ, ছাত্র শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির সদস্যরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে। 

প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে সহমর্মিতা প্রকাশ করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন সেলিম যুগ্ম সম্পাদক হাদি উজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতৃত্ব প্রধানগণ।

পরিশেষে বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে অবমাননাকারীদের কঠোর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান সকল তৌহিদী জনতা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য