চুনারুঘাটে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ গুরুতর আহত 

  • চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ফারুক মাহমুদের উপর হঠাৎ অতর্কিতে হামলা চালিয়ে সাংবাদিক ফারুক মাহমুদকে গুরুতর আহত করেছে। 

ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকাল ৩টায় চুনারুঘাট বাল্লারোডস্থ হাজী আলীম উল্লা মাদ্রাসার সামনে বাংলালিংক টাওয়ার এর নিচে। এ সময় তিনি বাংলালিংক টাওয়ারের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময়ে

 চুনারঘাট ছাত্রদলের নেতাকর্মীরা জনৈক এক ব্যক্তিকে বেদড়ক মারপিট করতে দেখে তিনি ঘটনাটি টের পেয়ে টাওয়ারের নিচ থেকে ফোনে কথা বলে চলে আসার সময় উত্তেজিত ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিক ফারুক মাহমুদের উপর হঠাৎ হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। 

একপর্যায়ে টাওয়ারের পাশে থাকা চুনারুঘাট পৌর যুবদলের জয়েন্ট সেক্রেটারি মনিরুল ইসলাম এর বাসায় গেইটের সামন থেকে যুবদল নেতা মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যান এবং পরিস্থিতি সামাল দিয়ে যুবদল নেতা মনিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব মারুফ, নাসির মিয়াসহ স্থানীয়রা আহত যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। অনিক, প্রান্তর সহ ছাত্রদলের জনৈক সন্ত্রাসীরা যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদের উপর এ হামলা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার সংবাদ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর সাংবাদিক ফারুক মাহমুদের উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক নেতৃবৃন্দরা তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তম‚লক শাস্তির ব্যবস্থার দাবি জানান। এদিকে গতকাল বৃহস্পতিবার চিকিৎসা শেষে চুনারুঘাট হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য