সদরপুর থানার লুণ্ঠিত অস্ত্র ফেরতে সহযোগিতা আহ্বান নবগত ওসির

  • নুরুল ইসলাম, সদরপুর:
  • মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের উল্লাসের সময় যে বা যারা ফরিদপুর জেলার সদরপুর থানার অস্ত্র, গোলাবারুদ, বই-রেজিস্ট্রার ইত্যাদি ইচ্ছায়/অনিচ্ছায়/অন্যের সাথে তাল মিলাতে গিয়ে নিয়ে গেছেন, অদ্যাবধি তা থানায় ফেরত দেননি, বা ফেরত দিতে চান; কিন্তু ভয় পাচ্ছেন! কীভাবে ফেরত দিবেন? কোন মামলা হবে কি না(?)ইত্যাদি।

তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ভয়ে সদরপুর থানার অস্ত্র, গোলাবারুদ, বই-রেজিস্ট্রার ইত্যাদি (যা অদ্যাবধি ফেরত আসেনি), অতিদ্রুত ফেরত দানের আহবান জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন কারো বিরুদ্ধে কোন মামলা হবে না।

ওসি বলেন, আমি আশ্বস্ত করতে চাই, আপনি ফেরত দিন। আপনার কোন পরিচিত লোক নিয়ে থাকলে তার নিকট হতে আপনি ফেরত প্রদানে সহযোগিতা করুন।

প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেব, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিন।

 আগামী ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান শুরু হবে। তাই, যৌথ অভিযান শুরু হওয়ার পূর্বেই ফেরত নিশ্চিত করুন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য