লক্ষীপুরে সদরপুর ছাত্র ও যুব সমাজের ত্রাণ বিতরণ সম্পন্ন

  • সদরপুর থেকে নুরুল ইসলাম:
  • শনিবার, ৩১ আগস্ট ২০২৪ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার সদরপুর উপজেলা সদরপুর ছাত্র ও যুব সমাজের ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। বন্যা কবলিত লক্ষীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদরপুর উপজেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম আকাশের নেতৃত্বে একদল ছাত্র ও যুব সমাজ সদরপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিকট হতে বন্যার্তদের মধ্যে বিতণের জন্য অনুদান সংগ্রহ করে। এতে দেশ ও প্রবাসের বিপুল সাড়া মিলে। খাদ্য সামগ্রীর ১ হাজার প্যাকেট, নতুন জামাকাপড়, ঔষধ সহ নানারকম উপহার সামগ্রী সংগ্রহ করে। 

গত সোমবার (২৬ আগস্ট)  রাতে সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর দুআ ও মুনাজাতের মধ্য দিয়ে এ মহিমান্বিত কাজের স্বেচ্ছাসেবী টীম যাত্রা শুরু করে। 

নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর তরুণেরা রাতভর জার্নি শেসে পরদিন লক্ষীপুর পৌছে যায়। সেখানে পূর্ব থেকে অপেক্ষা করছিল একদল তরুণের ‘অভিযাত্রী বাংলাদেশ’ সংগঠনের স্বেচ্ছাসেবী টীম। 

সদরপুর-লক্ষীপুর যৌথ টীম টানা চারদিন বন্যা কবলিত লক্ষীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার, ঔষধ, নতুন জামাকাপড় এবং রান্না করা ভারী খাবার বিতরণ করে। 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বদেশের বিপদে পড়া ভাই-বোনদের পাশে দাড়াতে পেরে তাদের সকলের মধ্যে উচ্ছাস লক্ষ করা গেছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ডা: ফয়সাল আহমেদের বিদায়ী বক্তব্য ও মুনাজাতের মধ্যে সদরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে সদরপুরের ছাত্র ও যুব সমাজের স্বেচ্ছাসেবকরা।

অভিযাত্রী বাংলাদেশ টীম সদস্য তামজিদ শিহাব লিখেছেন, এটাই আমাদের নতুন বাংলাদেশ। সংকটে-সংগ্রামে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আগামীর সোনার বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

অভিযাত্রী বাংলাদেশ দুইদিন পূর্বে তাদের ফেসবুক পেইজে লিখেছে: “ফরিদপুর সদরপুর থেকে ১৬ জন ভাইয়ের ভালোবাসা, গত ৩দিন ভাইয়েরা আমাদের মান্দারী বাজারে কাজমউদ্দিন কাকার গোডাউনে অবস্থান করছেন। সার্বিক তত্ত্বাবধানে অভিযাত্রী বাংলাদেশ এর সদস্যরা সহযোগিতা করে যাচ্ছে । 

আজকের কার্যক্রমে ছিলো শুকনো খাবার, মেডিকেল টিম, জামাকাপড় এবং খিচুড়ি বিতরন। শপিগঞ্জ, হাজিরপাড়া, বড়ভল্লবপুর, মটবী উত্তর-দক্ষিণ, গন্ধব্যপুর, চাঁদখালী। এছাড়াও রয়েছে আশ্রয়কেন্দ্রে রাতের খাবার বিতরণ।

আজ বিদায়ের মূহুর্তে অভিযাত্রী বাংলাদেশ টীম সদস্য শরীফ মুহাম্মাদ আব্দুল হাফিজ লিখেছেন, “মোনাজাতের মধ্য দিয়ে আমাদের থেকে ফরিদপুরের ভাইয়েরা বিদায় নিয়েছেন। টানা ৪ দিন লক্ষ্মীপুরের বন্যায় আটকে পড়া ১৫টা জায়গার মানুষের জন্য দিন রাত নিরলস পরিশ্রম করেছেন ফরিদপুর থেকে আসা আমাদের মেহমানরা।যতটা প্রত্যন্ত অঞ্চলে সম্ভব হয়েছে উনারা গিয়েছেন।আমরা অভিযাত্রী বাংলাদেশ ঠিকমত উনাদের দেখাশুনাও করতে পারিনি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।ঠিকমত খাওয়া দাওয়াও করাতে পারিনি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুক।ভালো কাজে সব সময় নিয়োজিত রাখুক আল্লাহ। দেখা হবে ভাই, ইনশাআল্লাহ। আপনাদের টিমের কাছে চিরকৃতজ্ঞ।”

সদরপুর ছাত্র ও যুব সমাজের ত্রাণ টীমের সমন্বয়ক জাহিদুল ইসলাম আকাশ তার ফেসবুক স্টাটাসে লিখেছেন: “আলহামদুলিল্লাহ, সদরপুর বাসীর উপহার লহ্মীপুরবাসীর মাঝে পৌছে দিতে আমাদের সার্বিক ব্যবস্থা ও সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আল আমিন জুম্মান ভাই, ফাহাদ ভাই, Mahbubul Hasan Roni ভাই, ফিরোজ সহ সকল স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি। দীর্ঘ ৪ দিন ১৫ টা দূর্গম এলাকায় খেদমত শেষ করে সদরপুরের উদ্দেশ্য রওনা।

এভাবেই নিরলস কাজ করেছে সদরপুরের তরুণেরা। সাইফুল ইসলাম সোহাগ, বিএম আবু সুফিয়ান, রকি খান, মুরাদ হাসান, জিমান সাদ, সাইফুল আদনান, রিফাত হোসেন সহ সকলকে সদরপুরবাসীর পক্ষ থেকে মোবারকবাদ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য