কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সদরপুরে বিক্ষোভ

  • মো. নুরুল ইসলাম, নিজস্ব প্রতবেদক:
  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সকল পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে সদরপুর উপজেলা বিএনপির একাংশের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বিকেলে ‘বিএনপি পরিবার সদরপুর উপজেলা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু। 

উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আব্দুর রাজ্জাক খাঁন, আব্দুস সাত্তার মিয়া, মো. শহিদ আলম বেপারি, কে এম আবু সাঈদ, আবুল বাসার, মো. ফারুক হোসেন, আবু জাফর, মাসুদুর রহমান, আসলাম খান, ফজলুর রহমান বাবুল, তাজুল ইসলাম, ধলা মৃধা, লোকমান ডাক্তার, সাইদ সজল, রানা কাজী, আসাদ মৃধা, হান্নান কাজী, ছাত্রনেতা-জাওয়াদ, রুমন, তুষার, নজরুল, সিনহাসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রতি জেলার নগরকান্দা উপজেলায় বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকু এবং কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল এর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উভয়ের কেন্দ্রীয় পদ সহ সকল পদ স্থগিত করা হয়। 

এরপর থেকেই উভয় পক্ষের সমর্থকরা সকল উপজেলায় পদ সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য