নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • শনিবার, ২৪ আগস্ট ২০২৪ ০৬:০৮:০০
  • কপি লিঙ্ক

সারাদেশে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষনার দাবীতে আজ গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন কর্মসূচি পালন করেছে নারী সংগঠন গুলো।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আজ শনিবার সকালে গাইবান্ধা শহরের রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে রেলগেট এলাকায় মানববন্ধন করে । এ সময় বক্তব্য রাখেন নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রিয় নেত্রী এ্যাডভোকেট নিলুফার ইয়াসমীন শিল্পি ,রাহেলা সিদ্দিকী ,কলিরানী সহ অন্যরা। 

অন্যদিকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের অন্য একটি গ্রুপ একই দাবিতে গাইবান্ধা মহরের ডিবি রোডে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন নারী নেত্রী অধ্যাপক রোকেয়া বেগম সহ অন্যরা।

বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমীনকে ধর্ষনের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে আন্দোলনে মুখরিত হয়। দোর্ষীদের ফাঁসি দেয়া হয়। কিন্তু তার পরেও দেশে নারী ধর্ষনের সংখ্যা বেড়েই চলছে। আমরা চাই আজকের ২৪ আগষ্ঠ দিনটিকে রাষ্ট্রীয় ভাবে নারী নির্য়াতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করা হোক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য