বিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • মো. সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
  • শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু হুদা, উপজেলা নায়েবে আমীর আবুল বাশার, সেক্রেটারি মাওলানা আবু হানিফ, কর্মপরিষদ সদস্য মঈনুল ইসলাম, মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট শাহীনুর ইসলাম প্রমূখ। সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের চার শতাধিক  দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান-মালের হেফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়েমের জন্য জনশক্তিদের ব্যাপকভাবে দাওয়াত সম্প্রসারণ ও সংগঠন মজবুত করণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য