প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। রোববার রাতে তাকে মারধর করে থানায় দেওয়া হয়েছে। ধনবাড়ী উপজেলার ইসলামপুরে এমন ঘটনা ঘটেছে।
আটক হওয়ার সময় নিজেকে জসিম উদ্দিন পরিচয় দিলেও তার আসল নাম মাহবুব। ধনবাড়ী থানার কনস্টেবল হিসেবে রেশন স্টোরে ম্যানেজারের দায়িত্বে আছেন তিনি।
ইউপি সদস্য বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনকে রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ওসি হাবিবুর রহমান জানান, স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য