পাংশায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময়

  • noneপাংশা (রাজবড়ী) প্রতিনিধি :
  • শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

পবিত্র রমযান মাসে ভোক্তার অধিকার নিশ্চিত করতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। শুক্রবার ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস—২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করেন তিনি। এ সময় র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় ব্যবসায়ীদেরকে সরকারের আইন মেনে ও ভোক্তার অধিকারের বিষয়টি মাথায় রেখে সৎ ব্যবসা করার জন্য সকলকে আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো তৈয়বুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য