বাগেরহাটে ১০০ ভরি স্বর্ণালংকার, টাকা ও মোটরসাইকেল ছিনতাই

  • অনলাইন
  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ীর ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোড়েলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এক জুয়েলার্স ব্যবসায়ীর মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা ছিনতাই করে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার মোড়েলগঞ্জ পৌর এলাকার নিলয় জুয়েলার্সের মালিক মিলয় কর্মকার। জুয়েলার্সের মালিক মিলন কর্মকার জানান, শুক্রবার রাতে জুয়েলারী দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

বাসার প্রায় ২০০ গজ দুরে রাস্তায় তিনজন তার গতিরোধ করে। তাকে মারধর করে তার কাছে থাকা দোকানের ১০০ ভরি বিভিন্ন স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা এবং মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার ওসি তদন্ত শাহজাহন আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি তল্লাশী চৌকি বসানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য