বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়ায় বিয়ের দাবিতে আল মামুন নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে ওই তরুণী অনশন শুরু করেন।
ওই তরুণী জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আল মামুনের সঙ্গে গত আট বছর ধরে তাঁর প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে আল মামুন তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন।
তিনি আরো জানান, সম্প্রতি গোপনে আল মামুন অন্যত্র বিয়ে করছেন এমন খবর শুনে বাধ্য হয়েই বিয়ের দাবিতে মামুনের বাড়িতে অনশন শুরু করেছেন। দুই দিন আগেও আল মামুন বিয়ে করার আশ্বাস দিলেও এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন। আল মামুনের পরিবারও তাঁদের প্রেমের সম্পর্ক মানতে চাচ্ছে না। বাড়িতে তাঁর আসার খবর পেয়ে আল মামুন পালিয়ে গেছেন।
আল মামুনের বাবা আমির হোসেন বলেন, ‘আমার ছেলে আর ওই মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয় আমি ও আমার পরিবার কিছুই জানি না। এখন বিয়ের দাবিতে ওই মেয়ে আমার বাড়িতে এসে অবস্থান করে অনশন শুরু করেছে।’
ওই তরুণী বলেন, ‘আমাদের মধ্যে আট বছর ধরে প্রেমের সম্পর্ক। বারবার বিয়ের আশ্বাস দিয়ে আল মামুন আমাকে একাধিকবার ব্যবহার করেছেন।
এখন আমাকে ছাড়া গোপনে অন্য মেয়েকে বিয়ে করবে শুনে তাঁর বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছি। মামুন পালিয়ে রয়েছে। আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।’
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে আল মামুনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি শুনেছি।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য