সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো চরভদ্রাসনে আনোয়ারা-মান্নান বেগ কলেজের নবীন শিক্ষার্থীদের কে।
শনিবার (১৮ই নভেম্বর) বিকাল ৩টায় এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
আনোয়ারা-মান্নান বেগ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মহসিন বেগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিপিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরশেদ জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিপিএ বলেন, আনোয়ারা-মান্নান বেগ কলেজ জেলার সদ্য প্রতিষ্ঠিত একটি কলেজ। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য