হরতাল-অবরোধের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ০৭:১১:০০
  • কপি লিঙ্ক

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েকশত নেতাকর্মী। 

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে যোগ দেন।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ, মনিরুজ্জামান মোল্যা, সায়েম হোসেন টিটন, মনির খান, নুর ইসলাম, পারভেজ মেম্বার, গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্নু মাতুব্বর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দোসররা হরতাল-অবরোধের নামে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষ তাদের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আমরা যুবলীগ আর ঘরে থাকবো না। মাঠে থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করব- ইনশাল্লাহ্।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য