বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধের প্রতিবাদ জানিয়ে ফরিদপুরের নগরকান্দা ও সালথায় প্রতিবাদ মিছিল এবং মটর শোভাযাত্রা বের করা হয়।
আজ সোমবার দুপুরে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মোটর শোভাযাত্রা বের হয়ে নগরকান্দা ও সালথার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল ও মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিলের সময় এমপি লাবু চৌধুরী বিএনপি জামায়াতকে হুশিয়ারী করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপি ও কোনো অপশক্তির নেই।
মন্তব্য