সুন্দরগঞ্জে বিএনপি ও জামায়াতের চার নেতা গ্রেপ্তার

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত হতে রোববার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রামভদ্র কদমতলা গ্রামের বিএনপি নেতা রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটন, মনমথ গ্রামের জামাত নেতা জসিম উদ্দন ডলার, কে কৈ কাশদহ গ্রামের জামাত কর্মী সাদিকুল ইসলাম ও সর্বনন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি খানাবাড়ি গ্রামের ইলিয়াস মিয়া।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটাজী জানান, আসামিদের বিরম্নদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। রোববার তাদেরকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য