কর্ণফুলী টানেলে রেসিং করায় ৭ কার চালকের বিরুদ্ধে মামলা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলে মধ্যরাতে কার রেসিং করার অভিযোগে ৭ কার চালকের বিরুদ্ধে মামলা করেছে সেতু কর্তৃপক্ষ।

টানেলের ভেতর রেস করা কয়েকটি গাড়ি শনাক্ত করেছে পুলিশ। যারা নিয়ম অমান্য করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, ২৮ অক্টোবর উদ্বোধনের পর বঙ্গবন্ধু টানেলে আইনের তোয়াক্কা না করেই হাঁটাহাঁটি, সেলফি তোলাসহ গাড়ির রেস করার অভিযোগ পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা আইন অমান্য করেছে তাদের বিরুদ্ধে প্রথম থেকেই আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে সামনে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য