গাইবান্ধায় ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে হরতাল

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ০২:১০:০০
  • কপি লিঙ্ক

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গাইবান্ধায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। গাইবান্ধা শহরে দুই ও তিন চাকার যানবাহন চলাচল করছে এবং সহিংসতা রুখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি,মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে। বন্ধ রয়েছে দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও।

এদিকে সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি।

অন্যদিকে সহিংসতা ও পিকেটিং প্রতিরোধে শহরের প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। টহল দিতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য