প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমি গুণীজনদের সংবর্ধনা দিয়ে থাকে। কিন্তু গত চার বছর ধরে গাইবান্ধায় গুণীজন সংবর্ধনা বন্ধ রয়েছে। এছাড়াও শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির অনেক সদস্য প্রভাব খাটিয়ে নিজেরাই গুণীজন সংবর্ধনা নিয়েছেন। এ নিয়ে স্থানীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে।
তবে কর্তৃপক্ষ বলছে, দ্রম্নত সময়ের মধ্যে গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে। নাট্যকার ও নির্দেশক শাহ আলম বাবলু বলেন, চার বছর ধরে গাইবান্ধা শিল্পকলা একাডেমির গুণীজন সংবর্ধনা বন্ধ ও অতীতে গুণীজনদের নামের তালিকায় নির্বাহী কমিটির সদস্যদের প্রাধান্যের ঘটনায় আমি মর্মাহত। অনেক জেলায়ই প্রতিবছর নিয়মিত গুনীজনদের সংবর্ধনা দেয়া হয়, গাইবান্ধায় শুধু ব্যতিক্রম।
এছাড়া অতীতে অনেক প্রবীণ গুণীজনকে বাদ দিয়ে বয়ঃকনিষ্ঠকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনার ক্ষেত্রে সিনিয়র, জুনিয়র বিবেচনা করা উচিৎ। তিনি বলেন, আমি মনে করি, নিজেদের লোক না ভেবে প্রকৃত গুণীজন খুঁজে বের করে তাদেরকে সংবর্ধিত করা উচিৎ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী মাসুদুল হক মাসুদ বলেন, জেলা শিল্পকলা একাডেমির বর্তমান নির্বাচিত কমিটিকে গঠনতন্ত্র অনুয়ায়ী পূর্ণাঙ্গ কমিটি বলা যায় না। গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজির প্রতিনিধি চারজন ও জেলা প্রশাসকের একজন প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, অতীতে নির্বাহী কমিটির যেসব সদস্য গুণীজন সংবর্ধনা নিয়েছেন, তারা অবশ্যই সংবর্ধনা পাওয়ার যোগ্য। তবে কমিটিতে থেকে সংবর্ধনা না নিলে ভালো হতো। গুণীজন বাছাইয়ের ক্ষেত্রে 'নিজেদের লোক' বিবেচনা করা হয়, এটা অনুচিত। প্রকৃত গুণীদের সঠিক মূল্যায়ন করা উচিত বলে তিনি মনে করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবীর বাদল বলেন, কথা বলে জেনেছি, করোনাসহ নানান কারণে জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সংবর্ধনা বন্ধ ছিল। তবে শিল্পকলা একাডেমি এই বছরেই গত চার বছরের গ্যাপ পূরণ করবে।
এ বিষয়ে গাইবান্ধার কালচারাল অফিসার মো. আলমগীর কবির বলেন, ২০১৯ সালের পর করোনাসহ নানা কারণে গুণীজন সংবর্ধনা বন্ধ রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে গুণীজন সংবর্ধনা দেয়া হবে।
এ নিয়ে কমিটিও গঠিত হয়েছে। গত চার বছরের গুণীজনদের একসাথে সংবর্ধিত করা হবে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা বলেন, করোনা মহামারি এবং পরবর্তীতে নানা কারণে গুণীজন সংবর্ধনা বন্ধ ছিল।এ বছর একসাথে চার বছরের গুণীজন সংবর্ধনা দেয়া হবে। এ নিয়ে আমরা কাজ করছি।
মন্তব্য