চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরীর সাথে বিএনপি নেতার মো. ইয়াকুব আলীর যোগদান

  • চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ ০৭:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাতে ফুলের তোড়া দিয়ে চরভদ্রাসন উপজেলার বিএনপি  নেতাও উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী  যোগদান করেছেন।

বুধবার  বিকেল ৪টায় চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন   উপজেলার বিএনপি  নেতাও উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী  যোগদান
 উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়।

আয়োজিত সমাবেশে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীর   সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী বলেন, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুরের জনগণ এলাকার উন্নয়ন ও মূল্যায়নকে ভালোবেসে আমাকে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আমার যৌবনের দশটি বছর আমার পরিবারকে (মা, স্ত্রী ও সন্তানকে) সময় না দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাটিয়েছি। করোনা মহামারীতে ঘরে বসে না থেকে সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমি আমার ইমানী দায়িত্ব পালন করেছি। মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের এলাকার উন্ননে কাজ করেছি। চরভদ্রাসনের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙন। অনেক বাড়িঘর, স্কুল-কলেজ ও হাসপাতাল ছিল ভাঙনের শঙ্কায়। আমি নদী ভাঙন রোধে স্থায়ী বাধঁ নির্মাণের জন্য ৩ শত কোটি টাকা বরাদ্দ এনে আপনাদের বাধঁ নির্মাণ করে দিয়েছি। মাটির তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পাঠিয়ে আলোকিত করেছি উপজেলার দুর্গম চরাঞ্চল। এখন চর ঝাউকান্দা ও চর হরিরামপুরের মানুষ বিদ্যুৎ পেয়েছে। সামনে নির্বাচন আপনারা আমার সঙ্গে থাকার ওয়াদা দিলে আমি নির্বাচন করব। আজ আপনারা এই বৃষ্টিবাদল উপেক্ষা করে আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমার মন ভরে গেছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি কথা দিলাম; আগামী নির্বাচনে আমি জয়লাভ করলে আপনাদের সর্বোচ্চ উন্নয়ন এনে দিব। 

জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, করোনামহামারীর সময় চাচা কোথায় ছিলেন। যখন নির্বাচন আসে তখন আপনাকে দেখা যায়। জনগণ এখন আর বোকা নেই। জনগণ উন্নয়ন মূল্যায়ন ও ভালোবাসা চায়।
 
যুবলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি আপনাদের ভোটে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে তার একমাত্র কাণ্ডারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দীরসহ সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামী ১০ অক্টোবর ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য চরভদ্রাসনবাসীকে আমন্ত্রণ জানান নিক্সন চৌধুরী।

জনসভায় নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্বতা প্রকাশ করে ইউপি   চেয়ারম্যান ইয়াকুব আলী  বলেন, বিগত দিনে চরভদ্রাসনে এত উন্নয়ন হয়নি যা নিক্সন চৌধুরী করেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি মানুষকে মূল্যায়ন করতে জানেন। তার কাছে ধনী-গরীব কোনো ভেদাভেদ নাই। এমপি নিক্সন চৌধুরীর রাজনীতি, উন্নয়ন ও মূল্যায়নের প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার হয়ে কাজ করা এবং নিক্সন চৌধুরী যতদিন আছেন ইয়াকুব আলীর কর্মী-সমর্থক নিয়ে তার সঙ্গে থাকবেন বলে জনসভায় ঘোষণা দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী, হাজীগঞ্জ হাটবাজার বনিক সমিতির সভাপতি মো. কবিরুল আলম, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. ফরহাদ হোসেন। 

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ একেএম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মাহফুজুর রহমান মোরাদ, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দশ হাজার নিক্সনভক্ত উপস্থিত ছিলেন। 

ঐদিন দুপুরের পর থেকে এমপি নিক্সন চৌধুরীর জনসভা ও যোগদান অনুষ্ঠানস্থলে উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নিক্সনভক্ত কর্মী-সমর্থকেরা। দেখেতে দেখেতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য