ফেরি করে হেরোইন কারবারি, অবশেষে গ্রেপ্তার

  • অনলাইন
  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৯:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাজার এলাকা থেকে হেরোইনসহ ফেরিওয়ালা রূপের মো. জীবন আলী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক কারবারি জীবন আলী কুষ্টিয়া জেলার কুমারখালি থানার সদরপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার বেলা দুটোর দিকে থানা পুলিশের একটি দল দৌলতদিয়া বাজারের উম্বার স্টোর এর সামনে ফেরিওয়ালা রুপি মাদক কারবারি মো. জীবন আলীকে আটক করে।

সে ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল। তাকে সন্দেহ করে তল্লাশি চালিয়ে পাঁচ গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য