সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ

  • অনলাইন
  • বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৯:০০
  • কপি লিঙ্ক

খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথে নিজ এলাকায় অপহরণের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অপহৃত ছাত্রীর নাম দ্বীপিকা চাকমা (২৮)। তিনি খাগড়াছড়ি জেলার শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে। বুধবার দুপুর ১টার দিকে রাঙামাটির সাজেক ও খাগড়াছড়ি দীঘিনালার শিজকছড়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

অন্যদিকে এ ঘটনার পর উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় পর্যটকদের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক্ষের নেতৃত্বে ৩৬ শিক্ষার্থী রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য খাগড়াছড়ি আসে। তাদের সাথে যোগ দেয় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিকা চাকমা। তখন দুপুর ১টা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শিজকছড়ি এলাকায় বিশ্ববিদ্যাল শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি পৌঁছালে সড়ক অবরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। গাড়িতে উঠে সশস্ত্র সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষার্থীদের কিছু না বলে অস্ত্রের মুখে দ্বীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। খবর পেয়ে যৌথবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। একই সাথে সাজেকে পর্যটকদের নিরাপত্তা জোরদার করে।
রাঙামাটি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে। তার সাথে থাকা বাকি পর্যটকরা অক্ষত আছে। তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য