মেহেরপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

মেহেরপুরের গাংনীতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তার নাম ঝুমা খাতুন (১৬)।

বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা খাতুন গাংনী উপজেলার ভরাট গ্রামের বজলুর রহমানের মেয়ে ও স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ঝুমার পরিবার জানায়, রাতে এক সাথে খাওয়া-দাওয়া করে ঝুমা ঘুমাতে যায়। রাতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ঝুমার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য