ফরিদপুর-৫ (বর্তমান-৪) আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ বলেছেন, আওয়ামী লীগে শুধু ত্যাগী নেতা-কর্মীরাই স্থান পাবে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগে জঙ্গি,-সন্ত্রাস ও সুবিধা ভোগীদের কোন স্থান নেই।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ত্যাগী নেতাকর্মীদের একত্রিত করে দেশ বিরোধী সকল অপশক্তিকে মোকাবেল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে জঙ্গি, সন্ত্রাস ও দেশ বিরোধী শক্তি নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হয়ে।
তিনি বুধবার (১৬ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের হালিম চৌধুরীর ডাঙ্গী সাবেক চেয়ারম্যান মো. মনিরুল হক মুরাদের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজীত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আকোটের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ ফকিরের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির আব্দুর সত্তার, যুগ্ন-আহবায়ক গাজী মো. করিম, যুগ্ম-আহবায়ক আবু আলম রেজা, আনিসুর রহমানসহ ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা।
মন্তব্য