ফরিদপুরের সদরপুরে ১ কেজি গাঁজাসহ শফি তালুকদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত শফি তালুকদার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের মৃত জয়েনদ্দিন তালুকদারের পুত্র।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এসআই তুহিন বালার নেতৃত্বে একদল পুলিশ উক্ত শফি তালুকদারের বাড়ির খড়ের গাদার নীচে ১ টি ব্যাগের ভিতর থেকে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত শফি তালুকদার আগেই পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে কৃষ্ণপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে এস আই তুহিন বালা জানান – এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য