সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  • সালথা (ফরিদপু) প্রতিনিধি: 
  • সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

সারাদেশে বিএনপি সংগঠিত অগ্নি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ। পরে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান মালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য