মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন লালমনিরহাটের একরামুল হক

  • মো. রেজাউল করিম, লালমনিরহাট :
  • রবিবার, ০৭ আগস্ট ২০২২ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

লালমরিহাটের ঐতিহ্যবাহী স্বনামধন্য তিস্তা কে.আর. খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দক্ষ নেতৃত্ব এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২, মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড-২০২০,অ্যাওয়ার্ড-২০১৯ স্বাধীনতা স্মৃতি অর্জন করেছেন। 

 শ্রুতিবৃত্ত ভারত ও আলোকিত বাংলার মুখ, বাংলাদেশ এর যৌথ প্রয়াসে ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব, সত্যজিৎ রায় অডিটরিয়াম, আইসিসিআর কলকাতায় ২৫ জুলাই ২২ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ৩৫জন গুনীব্যক্তিকে মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিভাগীয় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লালমনিরহাট জেলা সদরের ঐতিহ্যবাহী স্বনামধন্য তিস্তা কে.আর. খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক সরকার-কে মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ ও সনদ প্রদান করা হয়। 

উক্ত অনুষ্ঠানে ভারতীয় বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, ভাস্কর চ্যাটার্জি, সম্রাট সেন, রেজওয়ান রাব্বানী শেখ, সঙ্গীত শিল্পি ও পরিচালক সুরজিৎ চ্যাটার্জিসহ দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁর এ কৃতিত্ব অর্জনে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মাহমুদা মাসুম, লালমনিরহাট জেলা এ্যাম্বাসেডর ও বাংলাদেশ শিক্ষক সমিতিসহ ও বিভিন্ন সংগঠন সংবর্ধনা জানান। 

মো. একরামুল হক সরকার, লালমনিরহাট জেলা সদরের রাজপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আট ভাই-বোনের মধ্যে কনিষ্ট। তার বাবা প্রয়াত আবু তালেব সরকার স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন। বড় ভাই মো. আশরাফুল ইসলাম সরকার সোনালী ব্যাংক লালমনিরহাট শাখার সিনিয়র অফিসার। তার সহধর্মিণীও মমতাজ সরকার পেশায় আদর্শবান শিক্ষক। তিনি এক ছেলে ও মেয়ের জনক। 

তার শিক্ষা জীবন, ঐতিহ্যবাহী স্বনামধন্য তিস্তা কে. আর. খাদেম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশসহ এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) বি.এড ডিগ্রী অর্জন করেন। 

তার কর্মজীবন-১১/০২/২০০১ তারিখে ঐতিহ্যবাহী তিস্তা কে.আর. খাদেম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে যোগদান করে কর্মজীবনের যাত্রা শুরু করেন। তিনি যোগ্যতা ও সফলতার সাথে শিক্ষকতা করেন, যার ফলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি ০২/০৫/২০১৩ তারিখে উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ২১/২/২০১৪ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্বভার গ্রহণ করেন। তার সুনাম ও যোগ্যতার ভিত্তিতে ০৩/১১/২০১৪. তারিখে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং অত্যন্ত সফলতার সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। 

তিনি রোটারী ক্লাব, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে আছেন। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি, লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক ও সদর উপজেলা শাখার সহ সভাপতি, বাংলাদেশ স্কাউট, লালমনিরহাট সদর উপজেলার সম্পাদক পদে অত্যন্ত দক্ষতার সহিত নেতৃত্ব দিয়ে আসছেন। 

বিদ্যালয়টি বৃটিশ আমলে তথা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী স্বনামধন্য তিস্তা কে. আর. খাদেম উচ্চ বিদ্যালয়টি সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত একমাত্র জেলার বেসরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির দুরের শিক্ষকদের থাকার জন্য শিক্ষক কোয়াটার রয়েছে। দুরবর্তী ০৫ জন শিক্ষক পরিবারসহ উক্ত কোয়াটারে থেকে বিদ্যালয় করছেন। এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠটি তিস্তার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ নামে পরিচিত। 

সংবাদটি শেয়ার করুন

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য