আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের বোলিং নিষিদ্ধ

  • ক্রীড়া প্রতিবেদক
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১০:১২:০০
  • কপি লিঙ্ক

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। এ তো পুরনো খবর। 

এবার জানা গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ঘরোয়া কোনো টুর্নামেন্ট ছাড়া আর কোথাও বোলিং করতে পারবেন না তিনি। 

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিসিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানিয়েছে, আইসিসি স্বীকৃত কেন্দ্রে আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে সাকিবকে। তিনি যদি সেই পরীক্ষায় উতরে যান, তাহলে সব জায়গায় আবার বোলিং শুরু করতে পারবেন। এই মুহূর্তে সাকিব শুরু বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় বল করতে পারবেন।

এর আগে, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাস করতে পারেননি সাকিব। এরপরই আসে ইসিবির প্রতিযোগিতায় তার বোলিং নিষিদ্ধ হওয়ার খবর।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপাতত সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আপাতত বিসিবির কোনো ঘরোয়া টুর্নামেন্টেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য