সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো মেতে আছেন লড়াইয়ে। এদিকে ফুটবলে মাঠে আগামী মাসেই ফের লড়াই হবে ব্রাজিল-আর্জেন্টিনার।
তবে সেই লড়াইটি অবশ্য জাতীয় দলের নয়।
আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’- এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এই দুই পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এই টুর্নামেন্টে।
‘এ’ গ্রুপে রয়েছে - স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে - ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি এবং বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।
মন্তব্য