নির্বাচন কমিশনে করা আপিলে প্রার্থিতা পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে তাঁর নির্বাচনি এলাকা ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষ আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বরণ করেছেন।
সোমবার বিকালে দোলন আলফাডাঙ্গা পৌঁছালে তাঁর কাছে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। তারা স্বতন্ত্র এ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেন।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী নিয়ে ফরিদপুর-১ আসন গঠিত। দোলন দ্বাদশ সংসদ নির্বাচনে দল নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন এ আসন থেকে। রবিবার নির্বাচন কমিশন দোলনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয়, যা একটি স্বাক্ষর না থাকার কারণ দেখিয়ে ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন।
সমবেত জনতার উদ্দেশে দোলন বলেন, ‘আপিলে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় সকল অপপ্রচার ও বিভ্রান্তির অবসান হয়েছে। কেউ কেউ অপপ্রচার করেছিল, বিভ্রান্তি ছড়িয়েছিল, মিষ্টি বিতরণ করেছিল।’
‘কিন্তু আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। গতকাল (রবিবার) নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনের আশা-আকাঙ্ক্ষার প্রাথমিক বিজয় হয়েছে।’
ফরিদপুর-১ আসনের ভূমিজ সন্তান আরিফুর রহমান দোলনকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন উপস্থিত জনতা। তাদের উদ্দেশে দোলন বলেন, ‘আপনাদের যে অপমান, অবজ্ঞা ও অবহেলা করা হযেছে এবং হচ্ছে তার জবাব আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে দিতে হবে।’
এসময় তিনি কাউকে উস্কানিমূলক কথা না বলার আহবান জানান। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষ তাঁকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন বলেও আশা প্রকাশ করেন।
দোলন আরও বলেন, ‘আপনারা ভয় পাবেন না। কাউকে ভয় দেখাবেনও না। যদি আপনাদের কেউ ভয় দেখায় তাহলে তার নাম ও মোবাইল নাম্বার আমাকে পৌঁছে দেবেন। আপনাদের নিরাপত্তার জন্য সর্বপ্রথম আল্লাহ্ রাব্বুল আলামিন আছেন। তারপর আছেন জননেত্রী শেখ হাসিনা। বাকিটা আমি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেবো।’
জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।
ফরিদপুর অঞ্চলের মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসুরী আরিফুর রহমান দোলন। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দেশজুড়ে সুখ্যাত দোলন ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল।
গত দুই দশক ধরে ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় নিরলসভাবে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দোলন নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন তরুণ এ রাজনীতিক।
ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা দোলন বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারবো। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।’
মন্তব্য