সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু

  • অনলাইন
  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১০:১০:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবদল নেতার নাম শামীম মোল্লা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।
তাকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

এদিন বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।

সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামীও একই কর্মসূচি ঘোষণা করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য