করোনায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১০ জুলাই ২০২০ ০১:২০:০০
  • কপি লিঙ্ক

দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে না ফেরার দেশে পারি জমালেন বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

আজ শুক্রবার সকালে ১১টায় ঢাকার গ্যাসট্রোলিভার হাসপিতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

লোকামান হোসেন মৃধার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চুন্নু শেখ।

এ সময় তিনি জানান, গত ২৩ জুন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধার করোনা পজেটিভ আসে। একদিন বাসায় চিকিৎসা গ্রহণের পরে শ্বাসকষ্ট দেখা দিলে চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসা নেবার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ জুন ঢাকার গ্যাসট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে আজ সকালে মৃত্যু বরণ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর সদর আসনের এমপি আলহাজ্ব ইঞ্জিঃ খন্দাকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য