আইনজীবী আলিফ হত্যায় সন্দেহভাজন ৬ জন আটক

  • অনলাইন
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ০২:১১:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রামে আদালতপাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও ২১ জনকে আটক করেছে সিএমপি।

আরও হয়, চট্টগ্রাম বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য