দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। একইসঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের নম্বর ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য