বিসিএসআইআর চেয়ারম্যান, কারুশিল্পের পরিচালকের নিয়োগ বাতিল

  • অনলাইন
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৯ আগস্ট) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এর চুক্তিভিত্তিক নিয়োগ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য