আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে ৮ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
তবে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল থাকবে ঢাকা, গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে। বাকী জেলাগুলোতে কারফিউ কতক্ষণ থাকবে এবং কতক্ষণ শিথিল থাকবে সে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা।
তিনি বলেন, ১৫০ মারা গেছেন এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে। এর মধ্যে পুলিশ আছে, শিক্ষার্থী আছে, সাধারণ মানুষও রয়েছে। কোনো নিরাপদ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না। উপযুক্ত তথ্য প্রমাণের গ্রেপ্তার করা হচ্ছে। যারা অপরাধ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে।
মন্তব্য