গজা‌রি লা‌ঠি দিয়ে পি‌টি‌য়ে ঠাণ্ডা ক‌রে দেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন
  • সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ ০১:১১:০০
  • কপি লিঙ্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনার বাসায় কেউ চু‌রি কর‌তে গে‌লে আপনারা জোর ক‌রে তা‌কে ধরার চেষ্টা ক‌রেন। যদি কোনো ডাকাত আসে, তাকে প্রতিহত করার চেষ্টা করেন। তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কী?'

তিনি বলেন, নি‌জে‌কে বাঁচা‌নোর অধিকার তো আপনা‌দের র‌য়ে‌ছে। এটা আইনেও স্বীকৃত। আপনা‌দের কা‌ছে গজা‌রি লা‌ঠি আছে, পি‌টি‌য়ে ঠাণ্ডা ক‌রে দেন। আপনার রু‌টি-রু‌জির জায়গাটা আপনার সাম‌নে পু‌ড়িয়ে দেবে, আর আপ‌নি ব‌সে থাক‌বেন?

রোববার (৫ নভেম্বর) রাতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে 'সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় 'আন্দোলনের নামে' বাস-ট্রাকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গাড়িতে আগুন লাগলে সরকার ক্ষতিপূরণ দেবে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা।

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান খান, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য