সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশন সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে আনার পরিকল্পনা রয়েছে সরকারের রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের'র প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা করা দুঃখজনক।
শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যম মালিকদের।
বিএনপি-জামায়াতের সমাবেশের বিষয়ে শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর কোথায় পেল বিএনপি জামায়াতের কর্মীরা- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
মন্তব্য