পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ সেই প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোন সহিংসতা ঘটলে সেই দায়ও নিতে হবে।
তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোন বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কিছু না করে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।
মন্তব্য