জীবন বাঁচাতে ইসরায়েল ছেড়ে পালাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকরা

  • অনলাইন
  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

ইসরায়েল থেকে বিভিন্ন দেশের নাগরিকরা জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের কারণে ইসরায়েল থেকে নিরাপদে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন তারা।  

বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে শুরু করেছে। দেশগুলো হচ্ছে- পোল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন এবং দক্ষিণ কোরিয়া।

এছাড়া অন্য দেশের নাগরিকরাও ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদে।  
হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে।  

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই দুপক্ষের লড়াই অব্যাহত রয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য