চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ 

  • অনলাইন
  • বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ ০৭:০৪:০০
  • কপি লিঙ্ক

২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। বুধবার (৩ এপ্রিল) চলচ্চিত্র শিল্পী সমিতির সংশোধিত নির্বাচনী তফসীল (২০২৪-২৬) এ বর্ণিত ক্রমিক নম্বর ৬ অনুযায়ী ভোটার তালিকার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। অন্য আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

তার প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদ কলি।

জানা যায়, এবারের নির্বাচিনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয় ৩০ মার্চ। ৩১ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা করা হয় ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। ১৯ এপ্রিল এফডিসিতে হবে ভোটগ্রহণ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য