ঢাকাই ছবির কিং খান খ্যাত নায়ক শাকিব খান এসএমসি ওরস্যালাইনের বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বিজ্ঞাপন প্রচার করায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।
অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচার করার কারণে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিশে।
এ ব্যাপারে ওলোরা আফরিন বলেন, এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়েছে। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের চুক্তি হলেও সে মেয়াদ অতিক্রম করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার অব্যাহত রয়েছে। মেয়াদ শেষ হলেও নতুন চুক্তি না করে এখন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে জানানো হয়েছে লিগ্যাল নোটিশে।
মন্তব্য