আমি সংবাদ সম্মেলনেই যাব না: মিম 

  • অনলাইন
  • রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৯:০০
  • কপি লিঙ্ক

নানা কারণে একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়েছে সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমার। সম্প্রতি এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে আর মুক্তির তারিখও চূড়ান্ত করেছে আগামী ৮ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ফের পেছানো হচ্ছে মুক্তির তারিখ। আর সেই ঘোষণা আসতে পারে আজ রোববার সন্ধ্যায় সিনেমার সংবাদ সম্মেলন থেকে।

গুঞ্জন রয়েছে, এবার শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’র কবলে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ ৮ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহর এই সিনেমাটি।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিলেন মিম। তার কথায়, ‘আমি কিছুই জানি না। যদি আজ মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়, তাহলে আমি সংবাদ সম্মেলনেই যাব না। আমি তো আর্টিস্ট। অথচ আমি জানি না বিষয়টি। যদি রিলিজ ডেট পেছানোই হয়, তাহলে প্রেস কনফারেন্স করার দরকার কী!’

একটি সূত্র বলছে, ‘অন্তর্জাল’ টিমের সংবাদ সম্মেলনে আজ নতুন ট্রেলার ও গান উন্মোচন করা হবে। সঙ্গে মুক্তির নতুন তারিখও জানানো হবে। সিনেমাটির নতুন মুক্তির তারিখ হতে পারে ২২ সেপ্টেম্বর।

এদিকে ‘অন্তর্জাল’র নির্মাতা দীপংকর দীপনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনিও ধোঁয়াশা রেখে বলেন, ‘এসব নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা হবে।’

উল্লেখ্য, দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা 'অন্তর্জাল'। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ অনেকে। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত ‘অন্তর্জাল’র প্রযোজনায় আছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য